
বর্তমানে সবাই অনেক বেশি মোবাইলের দিকে তাকিয়ে থাকে, রাতে জেগে থাকে, অনিয়ম করে ও সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ না করার ফলে আমাদের চেহারায় এর প্রভাব পড়তে থাকে। এই প্রভাবের মধ্যে অন্যতম হচ্ছে ডার্ক সার্কেল।
ডার্ক সার্কেল শরীর, স্বাস্থ্য ও আমাদের লাইফ স্টাইলের ব্যাপারে অনেক কিছু বলে দিতে পারে। ডার্ক সার্কেল হওয়ার অন্যতম কারণ হচ্ছে স্ট্রেস, ঘুম না হওয়া, হরমোনাল পরিবর্তন, আনহেলদি জীবনযাত্রা ইত্যাদি।
এই সমস্যা দূর করার জন্য ভিটামিন কে ও রেটিনলযুক্ত আন্ডার আই ক্রিম ব্যবহার করা যেতে পারে। এসব উপাদান চোখের ফোলা ভাব দূর করে ও চোখের নিচের কালি দূর করতে সাহায্য করে। তবে সেনসিটিভ ত্বকের জন্য এসব ক্যামিকেলযুক্ত পণ্য না ব্যবহার করাই ভালো। এসব পণ্য থেকে এলার্জি, র্যাশ হতে পারে।
তাই ঘরোয়া কিছু উপাদান দিয়ে চোখের নিচের কালো দাগ দূর করা যেতে পারে। চলুন দেখে নিই কি কি উপাদান দিয়ে চোখের নিচের কালো দাগ দূর করা যায়-
১। টি ব্যাগ-

গ্রিন টি প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট হিসাবে কাজ করে। এটি চোখের নিচের কালো দাগ দূর করতে সাহায্য করে। চা বানানো হয়ে গেলে গ্রিন টি-ব্যাগ ফেলে না দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে চোখের উপরে দিয়ে রাখতে হবে। প্রতিদিন এইভাবে টি-ব্যাগ ব্যবহার করলে দ্রুত ভালো ফলাফল পাওয়া যায়।
২। আলু-
আলু প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে। তাই আলু ব্যবহারে ডার্ক সার্কেল কমে যায়। আলুর রস ত্বক ঠান্ডা রাখতে সাহায্য করে। সপ্তাহে কমপক্ষে চার দিন আলুর রসে তুলা ভিজিয়ে চোখের নিচে আলতো করে ঘষে নিতে হবে। অন্যথায় আলুর রসে ভেজা তুলা কিছু সময় চোখের উপরে রেখে দিতে হবে। ১০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুছে নিতে হবে।
৩। টমেটো-
চোখের নিচের দাগ দূর করতে, দাগ ছোপ কমাতে ও ট্যান দূর করতে টমেটো খুব ভালো কাজ করে। টমেটো ত্বক নরম রাখে ও ডার্ক সার্কেল প্রতিরোধ করে। ১ চামচ টমেটোর রস প্রতিদিন গোসলের আগে চোখের নিচে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। দিনে দুইবার টমেটোর রস লাগানো যেতে পারে।
এছাড়া টমেটো, পুদিনা পাতা ও লেবুর রস একসাথে মিশিয়ে ব্লেন্ড করে লাগালে ডার্ক সার্কেল কমে যায়। এছাড়া ত্বক ও উজ্জ্বল হয়।
৪। কমলালেবুর রস-
কমলালেবুর রস ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে। কমলালেবুতে ব্লিচিং উপাদান থাকে। সামান্য কমলালেবুর রসে কয়েক ফোটা গ্লিসারিন মিশিয়ে ডার্ক সার্কেলে লাগালে দূর হয়ে যায়। এটি আবার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
৫। শসা-

শসাতে স্কিন লাইটেনিং ও অ্যাস্ট্রিনজেন্ট উপাদান আছে। এটি ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে। শসা রিফ্রেশ করতে সাহায্য করে। শসা মোটা করে কেটে নিতে হবে। তারপর টুকরা গুলো ৩০ মিনিট ফ্রিজে রেখে দিতে হবে। ১০ মিনিট টুকরাগুলো চোখের উপর রেখে দিতে হবে। দাগের উপর কিছু সময় আলতো করে ঘষে নিতে হবে। দিনে দুইবার এক সপ্তাহ ব্যবহার করলে ডার্ক সার্কেল দূর হয়ে যাবে।
আবার সমপরিমাণে লেবু ও শসার রস মিশিয়ে তুলা দিয়ে চোখের চারপাশে লাগাতে হবে। ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
আরো পড়ুনঃ রূপচর্চায় কলার ব্যবহার