
কাজের জন্য যেসব মানুষ এই গরমে বাইরে বের হয় তাদের অবস্থাটা খুবই শোচনীয় হয়ে পড়ে। গরমের সময়ে তাই ভারী কোন কাপড় না পড়াই ভালো।
গরমের সময়ে সুতি কাপড় পড়ার কোন বিকল্প হতে পারে না। সুতি কাপড় খুবই নরম প্রকৃতির হয়ে থাকে। সুতি কাপড় খুব দ্রুতই ঘাম শুষে নেয়।
গরমে পোশাক নির্বাচনের সময়ে শুধুমাত্র কাপড় দেখলেই হবে না, পোশাকের রঙয়ের প্রতি ও নজর রাখতে হবে।হালকা রং গরমের সময়ে খুব বেশি আরাম দিয়ে থাকে। তাই হালকা রঙয়ের কাপড় বেছে নেওয়াই গরমে বুদ্ধিমানের কাজ হবে।
খুব বেশি গাঢ় রঙয়ের পোশাক তাপশোষণ করে বেশি। তাছাড়া গরমের সময়ে গাঢ় রঙয়ের পোশাক পড়লে চোখেও পড়ে খুব।
সাদা রঙয়ের পোশাকের তাপ শোষণ ক্ষমতা খুব কম। তাই গরমের সময়ে এই রঙয়ের পোশাকের সংগ্রহ বেশি থাকা ভালো। সাদা রঙয়ের পাশাপাশি যেকোন হালকা রঙয়ের পোশাক গরমে খুব ভালো স্বস্তি দিয়ে থাকে। হালকা মিষ্টি রং, পিচ কালার, হালকা সবুজ রং বা টিয়া রং গরমে খুব আরাম দিয়ে থাকে।
তবে অনেকেই গরম, ঠান্ডা যাই হোক না কেন, উজ্জ্বল রঙয়ের পোশাক সবসময় পড়তে ভালোবাসে। হালকা রঙয়ের পোশাক তারা এড়িয়ে যায়। তারা পোশাকের বেজ কালার হালকা রেখে উজ্জ্বল মোটিফের কোন পোশাক বেছে নিতে পারে। যেমন ধরা যায় সাদা টপ এর মাঝ বরাবর নকশা আকা পোশাক। আবার পোশাকে নকশি কাথার কাজ ও থাকতে পারে। পোশাকে খুব জমকালো কাজ না থাকাই ভালো। যেমন চুমকির কাজ, লেসের কাজ, কাচ বা পুথির কাজ এই গরমে না পড়াই ভালো হবে। পোশাক জুড়ে ভরাট কাজ এই গরমে একটুও স্বস্তি প্রদান করবে না। এই ধরনের জমকালো কাজের পোশাক আমাদেরকে কষ্ট দিবে খুব আবার এগুলোও অন্যের চোখে খুব বেমানান লাগবে।
আরো পড়ুনঃ গরমে আরামদায়ক পোশাক কোনটি?
বাইরে যাওয়ার আগে যেসব বিষয়ের দিকে নজর রাখতে হবে
2 Comments