ঘরোয়া উপায়ে শীতে মুখের এলার্জি দূর করার উপায়
ঘরোয়া উপায়ে মুখের ত্বকের এলার্জি দূর করার উপায়

শীত এলো মানেই ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিতে থাকে। এর মাঝে ত্বকে এলার্জি অন্যতম একটা সমস্যা। ফলে অনেকের মাঝেই দেখা দেয় অস্বস্তি। তবে একটু খানি যত্ন নিলেই এই অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি পাওয়া যায়।
জেনে নিন কিভাবে মুখের ত্বকের এই এলার্জি ঘরোয়া উপায়ে থেকে মুক্তি পেতে পারেন-
১। তুলসী-
তুলসী এলার্জি দূর করার জন্য একটি উপকারী উপাদান। তুলসীতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে যা ত্বকের চুলকানি কমাতে সাহায্য করে। এক মুঠো তুলসী ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর পাতাগুলো পেস্ট করে নিতে হবে। এরপর আক্রান্ত স্থানে ৩০ মিনিটের জন্য লাগিয়ে নিতে হবে। ৩০ মিনিট পর ধুয়ে নিতে হবে। দিনের মাঝে কয়েকবার এই পেস্ট লাগালে ভালো স্বস্তি পাওয়া যাবে।
২। নারকেল তেল-
শিশুদের জন্য ত্বকের এলার্জির একটা ভালো উপাদান হচ্ছে নারকেল তেল। এক চা চামচ নারকেল তেল হালকা গরম করে আক্রান্ত স্থানে লাগাতে হবে। তারপর ৩০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ত্বক শুকিয়ে নিতে হবে। ঠিকভাবে কমার আগ পর্যন্ত ৩-৪ বার ব্যবহার করতে হবে।

৩। নিমপাতা-
নিমপাতা ত্বকের লালচে ভাব , ফোলা ভাব, চুলকানি দূর করতে সাহায্য করে। কয়েকটি নিমপাতা নিয়ে ভালো করে ধুয়ে পেস্ট বানিয়ে ৩০ মিনিটের জন্য আক্রান্ত স্থানে লাগিয়ে নিতে হবে। তারপর ৩০ মিনিট পরে ভালো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
৪। অলিভ অয়েল-
এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ময়েশ্চারাইজার হিসাবে ভালো কাজ করে। ভিটামিন ই থাকে এই তেলে। তাই এই তেল চুলকানি ও এলার্জি দূর করতে সাহায্য করে।
৫। কোল্ড শাওয়ার-
কোল্ড শাওয়ার ত্বকের জ্বালাপোড়া ও এলার্জি দূর করতে সাহায্য করে। শীতল ঝরনা রক্তনালী সংকুচিত করতে সাহায্য করে ও হিস্টামিন বের হতে দেয় না। ফলে এটি এলার্জি জনিত সমস্যা ও ত্বকের জ্বালা রোধ করে।
৬। অ্যালোভেরা-
অ্যালোভেরা জেল প্রাকৃতিক ওষুধ হিসাবে কাজ করে। এটির অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যগুলো যেকোন রোগকে প্রাকৃতিকভাবে নিরাময় করতে সাহায্য করে। এটি খুব প্রশান্তি সৃষ্টি করে। দেহের ত্বকের যেকোন এলার্জিজনিত সমস্যা রোধ করতে অ্যালোভেরা খুব ভালো কাজ করে।
একটি পাতা থেকে এক চামচ জেল নিয়ে নিতে হবে। অথবা অ্যালোভেরা জেল কেনাটা থেকে কিছুটা জেল নিয়ে নিতে হবে। তারপর আক্রান্ত স্থানের চারিদিকে ছড়িয়ে লাগিয়ে দিতে হবে। ৩০ মিনিট রেখে ধুয়ে নিতে হবে। কয়েকদিন এভাবে লাগালে বেশ ভালো ফল পাওয়া যাবে।
আরো পড়ুনঃ
ঘরোয়া উপায়ে কিভাবে লম্বা চুলের যত্ন নিবেন?