
চুলের যত্ন করার কোন সময় পাচ্ছেন না? প্রতিদিন মাত্র ১০ মিনিট ধরে চুল একটু যত্ন নিয়ে আচড়াতে হবে। তাহলে মাথার রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়বে। তাহলে চুল অনেক বেশি স্বাস্থ্যজ্জ্বোল হয়ে উঠবে। চুলে জট ধরার কোন সম্ভাবনা থাকবে না। চুলের এসব কিছু সাধারণ টিপস মাথায় রাখলেই চুল সুন্দর থাকে। চুলকে ভালো রাখার জন্য আরো কিছু টিপস-
চুল বেধে রাখতে হবে-
চুল শ্যাম্পু করলে আমরা প্রায় সবাই ই চাই চুল খোলা রেখে একটু স্টাইল করতে। কিন্তু না। খোলা চুল বাইরে যাওয়ার সময় বেধে নিতে হবে। যেকোন অনুষ্ঠানে গেলে সেখানে যেয়ে আবার চুল খুলে স্টাইল করতে পারেন। তাহলে চুল ধুলাবালি ও রোদ থেকে রক্ষা পাবে। কড়া রোদে কখনোই চুল খোলা রাখা যাবে না। কড়া রোদ চুলকে খুব নষ্ট করে দেয়। বাইরে যাওয়ার সময় চুল খোলা রাখলে ঘাড়, গলাতে র্যাশ হতে পারে। তাই হালকা করে একটি বেনুনী বা খোপা করে নেওয়া যেতে পারে।

নানা ধরনের নানাভাবে বেনুনী করা যেতে পা্রে। নিজের মুখের সাথে মানিয়ে বেনুনী করলে দেখতে সুন্দর লাগে। একেক দিন একেক ভাবে বেনুনী করা ও চুল বাধা উচিত। তাহলে চুলের বাধনের জায়গা থেকে চুল ফাটবে না। নাহলে চুলের স্বাভাবিক ধরন বদলে যাবে।
ঘরোয়াভাবে চুল সিল্কি করার উপায়
স্কার্ফ পড়তে পারেন

চুলেও সানস্ক্রিন ব্যবহার করা জরুরী। বাইরে যাওয়ার সময় যদি চুলের সানস্ক্রিন ক্রিম না থাকে তাহলে কড়া রোদের হাত থেকে চুলকে রক্ষা দিতে একটি স্কার্ফ চুলে পেচিয়ে নিতে পারেন। বেনী করার মতো সময় না থাকলে একটি ঢিলেঢালা পনিটেইল করে নিতে পারেন। বর্তমানে বিভিন্ন ধরনের স্কার্ফ পাওয়া যায়। সিল্কের স্কার্ফ পড়লে লুক চেঞ্জ হয়ে যায়। তাই সিল্কের সুন্দর স্কার্ফ পড়তে পারেন।
ঘরোয়া উপায়ে কিভাবে লম্বা চুলের যত্ন নিবেন?
হিট থেকে চুলকে বিরত রাখুন
বর্তমানে সবাই যেহেতু বাইরে কাজ করে। তাই চুলে সবসময় প্রচন্ড রোদ লাগে। আবার যদি চুল স্ট্রেইট করতে চুলে হিট দেওয়া হয় তাহলে চুলের স্বাভাবিক তেলতেলে ভাবটা চলে যায়।
আবার হেয়ার ড্রেয়ার দিয়েও চুল শুকানো যাবে না। প্রাকৃতিকভাবে চুল শুকাতে হবে। গোসলের সময় দরকার হলে চুল খুব একটা ভেজানো যাবে না। যদি শুকাতে সমস্যা হয়। একান্তই যদি হিট দিতে হয় চুলে তাহলে হিট প্রটেক্টর চুলে ব্যবহার করতে হবে।
ডিপ কন্ডিশনিং করতে হবে-
গরমের দিনে ডিপ কন্ডিশনিং করলে চুল অনেক বেশি স্বাস্থ্যজ্জ্বোল থাকবে। সপ্তাহে অন্তত একদিন শুষ্ক চুলের যত্ন নিতে হবে। নারকেল দুধ, অ্যালোভেরা ও মেথি দিয়ে কন্ডিশনার বানিয়ে নেওয়া যায় প্রাকৃতিকভাবে। এটা নিয়মিত ব্যবহার করলে চুল ঝলমলে হয়ে উঠবে।
আরো পড়ুনঃ
2 Comments