
ডায়াবেটিস রোগটি যখন হয় তখন পাশাপাশি নানা ধরনের সমস্যা দেখা দেয়। মূলত বর্তমানে মানুষের জীবনযাত্রার পরিবর্তন ও অনিয়ম এবং অস্বাস্থ্যকর পরিবেশ ও খাদ্যাভ্যাসের দরুন ডায়াবেটিস দেখা দিচ্ছে। ডায়াবেটিস মূলত ২ ধরনের হয়ে থাকে। টাইপ-১ ডায়াবেটিস ও টাইপ-২ ডায়াবেটিস। টাইপ ১ ডায়াবেটিস জিনগত কারণে হয়ে থাকে। অপ্রাপ্তবয়স্কদের মাঝে এই ডায়াবেটিস বেশি দেখা যায়। টাইপ ২ ডায়াবেটিস খাদ্যাভ্যাস ও ওজন সংক্রান্ত কারণে হয়ে থাকে। এর লক্ষণ ধীরে ধীরে প্রকাশ পায়।
অনেকেই আবার মনে করে যে ৪০ বছরের উপরে যাদের বয়স তাদের ক্ষেত্রে ডায়াবেটিসের লক্ষণ দেখা দেয়। কিন্তু ধারণাটি একদমই ভুল। বর্তমানে শিশু ও তরুণ তরুণীদের মাঝেও ডায়াবেটিসের প্রভাব দেখা দিচ্ছে। হার্ট অ্যাটাকের আগে কিভাবে বুঝবেন?
টাইপ-১ ডায়াবেটিসঃ
টাইপ-১ ডায়াবেটিসকে অটোইমিউন রোগ বলা হয়। অগ্ন্যাশয়ের ইনসুলিন উতপাদনকারী কোষগুলো ক্ষতিগ্রস্থ হলে মানুষের শরীরে ইনসুলিন উৎপাদন কমে যায়। তখন ইনসুলিন তৈরী হয় না। সে অবস্থাকে টাইপ-১ ডায়াবেটিস বলা হয়। গরমে পেটের সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবে?
টাইপ-২ ডায়াবেটিসঃ
টাইপ-২ ডায়াবেটিসের রোগীদের অগ্ন্যাশয়ের ইনসুলিন কোষ ক্ষতিগ্রস্থ হয় না। কিন্তু এই রোগীদের শরীরে ইনসুলিন গ্রহণে বাধা দেয়। টাইপ-২ ডায়াবেটিস রোগীদের ইনসুলিন পূর্ণ ব্যবহারে অক্ষম হয়ে যায়। ফলে তাদের রক্তে শর্করার মাত্রা অধিক বেড়ে যায়।
মূলত দুইদ ধরনের ডায়াবেটিসেই একই রকম লক্ষণ দেখা যায়। কোন কোন লক্ষণ দেখা যায় ডায়াবেটিস?
১। ঘন ঘন প্রসাব হওয়া, রাত হলে এই সমস্যাটি বেশি দেখা যায়।
২। হঠাত করে ওজন কমে যাওয়া।
৩। অধিক ক্লান্ত অনুভব করা।
৪। বার বার গলা শুকিয়ে যাওয়া।
৫। দৃষ্টি ঘোলাটে হয়ে যাওয়া।
৬। শরীরের কোন অংশ কেটে গেলে শুকাতে দেরি হওয়া।
এসব লক্ষণ দেখা দিলে বুঝতে হবে শরীরে ডায়াবেটিসের লক্ষণ দেখা দিচ্ছে।
আরো পড়ুনঃ শিশুর কোষ্ঠকাঠিন্য হলে কি করবেন?
ক্যান্সার প্রতিহত করছে পেয়ারা
ডায়াবেটিস রোগী কি লিচু খেতে পারবে