
ত্বকের যত্ন করতে আমরা বাজার থেকে কিনে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে থাকি। প্রসাধনীর জন্য আমরা সবসময় বাজারে পাওয়া যায় এমন ক্যামিকেলযুক্ত প্রসাধনী ব্যবহার করে থাকি। এতে আমাদের ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। বাজার থেকে কিনে আনা প্রসাধনী ব্যবহার না করে আমরা ঘরে তৈরী বিভিন্ন প্রসাধনী ব্যবহার করতে পারি। ঘরে থাকা কোন উপাদান যেমন পুদিনা পাতা দিয়ে আমরা ত্বকের যত্ন করতে পারি।
চলুন দেখে নেওয়া যাক পুদিনা পাতা দিয়ে কিভাবে ত্বকের যত্ন করা যায় ও এই পাতা ত্বকের কি কি কাজে লাগে?
১। ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে-
পুদিনা পাতার রস ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে। পুদিনা পাতায় অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায়। এই উপাদান চোখের নিচের কালো দাগ দূর করতে সাহায্য করে। তাই এটি নিয়মিত ব্যবহার করলে খুব ভালো উপকার পাওয়া যায়।
২। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে-
পুদিনা পাতা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। এতে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় এটি ত্বকের ময়লা দূর করে ত্বককে কোমল করতে সাহায্য করে।
পুদিনা পাতা প্যাক লাগিয়ে ২০-২৫ মিনিট অপেক্ষা করতে হবে। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বকের বলিরেখা ও কমে যায়।
৩। ব্রণের দাগ দূর করে-
পুদিনা পাতা ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। এতে ভিটামিন-এ ও স্যালিসাইলিক এসিড আছে। এগুলো ত্বকের তেল ক্ষরণ নিয়ন্ত্রণে রাখে। তৈলাক্ত ত্বকে ব্রণ ফেটে দাগ বেশি হয়ে থাকে। পুদিনা পাতা যেহেতু তেল ক্ষরণ নিয়ন্ত্রণে রাখে তাই ব্রণের দাগ কমে যায়।
আরো পড়ুনঃ কোন খাবার চুল পড়া কমাতে সাহায্য করে?
One Comment