
বর্ষাকাল প্রায় চলেই যাচ্ছে। কিন্তু যাই যাই করেও যেন যাচ্ছে না। আকাশ ভেঙ্গে যখন তখনই বৃষ্টি নেমে পড়ছে। বর্ষা ঋতু একেক জনের কাছে একেক রকম হয়ে থাকে। কারো বর্ষাকাল নস্টালজিক করে তোলে আবার কারো উদাসীন করে তোলে।
আবার কারো কাছে বর্ষা মানেই কাদা, স্যাতস্যাতে আবহাওয়া, বৃষ্টি, বাদল। কারো কাছে আবার বর্ষা মানেই ফুটো ছাদ দিয়ে জল পড়া।
বর্ষায় ঘরের মেঝে অনেকটা ভেজা ভেজা হয়ে থাকে। তাই প্রথমেই মেঝে শুকনো রাখা খুব বেশি জরুরী। নাহলে ঘর নোংরা হয়ে যায়। বর্ষাকালে যারা শুকনো ও ঝরঝরা থাকতে চায় তাদের জন্য কিছু টিপস রয়েছে।
এজন্য বর্ষাকালে ম্যাট ব্যবহার করা জরুরী। বাড়ির সামনের দরজায় ও প্রতিটি ঘরের মেঝেতে ম্যাট ব্যবহার করতে হবে। বাথরুমের সামনেও ম্যাট ব্যবহার করতে হবে।
জানালা বা দরজা দিয়ে বৃষ্টির পানি ঢোকার সম্ভাবনা থাকলে একটি কাপড় মোটা করে ভাজ করে রাখতে হবে। বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে মেঝে মুছে নিতে হবে। ঘর মোছার সাথে সাথে ফ্যান চালিয়ে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে নিতে হবে।
বর্ষার সময় কাঠের আসবাবপত্রের দিকে নজর দিতে হয়। আসবাবপত্র যাতে স্যাতস্যাতে না হয়ে যায় তাই শুকনো কাপড় দিয়ে ভালো মতো মুছে নিতে হবে। ভেজা কাপড় কখনোই ব্যবহার করা যাবে না।
বর্ষার সময় সব আসবাবপত্র আলমারি, শোকেসের মাঝে ভ্যাপসা গন্ধ হয়। তাই এসময় ন্যাপথলিন, ওয়ার ফ্রেশনার ব্যবহার করা উচিত। এছাড়া ঘরোয়া টোটকা হিসাবে লবঙ্গ ও নিমপাতা ভেজে কাগজে মুড়িয়ে আলমারির এক সাইডে রেখে দেওয়া যেতে পারে। তাহলে গন্ধ দূর হয়ে যাবে।
আলমারিতে কোন পোকা বাসা বাধলে এক সাইডে শুকনা মরিচ রেখে দিতে হবে। ভালো শাড়ি বা জামার সাথে কাপড়ে পুটলি করে লবঙ্গ রেখে দেওয়া যেতে পারে। তাহলে ভালো জামাকাপড়ে পোকামাকড় ধরতে পারে না। আলমারিতে যদি ভেজা ও স্যাতসেতে ভাব থাকে তাহলে চক টুকরা করে লাগিয়ে দিলে উপকার পাওয়া যায়।
বর্ষাকালে জুতার মাঝে কাদা লেগে যাওয়া বা জুতা ভিজে যাওয়া একটি সাধারণ সমস্যা। জুতায় কাদা লাগলে প্রথমে ভেজা কাপড় দিয়ে জুতা মুছে নিতে হবে। তারপর শুকনো কাপড় দিয়ে জুতা ভালো মতো মুছে নিতে হবে।
জুতা ভিজে গেলে জুতার মাঝে কাগজ বা টিস্যু পেপার দিয়ে রাখতে হবে। তাহলে পানি শুষে নিবে। জুতা যদি ভিজে শক্ত হয়ে যায় তাহলে মোম ঘষে সামান্য সময় রেখে দিয়ে নরম সুতি কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। তাহলে জুতা নরম থাকবে।
বর্ষাকালে লেদারের জুতা পড়তে হলে ওয়াটারপ্রুফ ক্রিম লাগিয়ে নিতে হবে। ব্যাগ ও জুতা বাড়ি এসে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে।লেদারের ব্যাগ ভিজে গেলে বাসায় সাধারণভাবেই শুকিয়ে নিতে হবে। লেদারের জিনিসে ফাঙ্গাস ধরলে হালকা গরম পানিতে অ্যান্টিসেপটিক লোশন দিয়ে নরম কাপড় দিয়ে মুছে ফাঙ্গাস দূর করা যাবে।
আরো পড়ুনঃ
মশা তাড়ানোর কিছু ঘরোয়া উপায়
One Comment